আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারীতে বাবা ও মাকে লাঞ্চিত ছেলের কারাদন্ড

শনিবার, ৯ আগস্ট ২০২৫, বিকাল ০৬:৫৮

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীব গ্রামে বাবা-মাকে গালাগাল ও মায়ের গায়ে হাত তোলার অপরাধে ছেলে গোলাম রব্বানীকে(২৮) তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজার প্রেক্ষিতে শনিবার (৯ আগষ্ট) দুপুরে পুলিশ গোলাম রব্বানীকে জেলা কারাগারে প্রেরণ করেছে। এর আগে শুক্রবার (৮ আগষ্ট) গভীর রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত সাজা প্রদান করেন।
কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে বাবু জানান, সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী গত কয়েক বছর ধরে ব্যবসা করছিলেন এবং সুন্দরভাবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ গত দুই-তিন মাস ধরে রব্বানী অতিরিক্ত টাকা রোজগারের আশায় অনলাইনে ক্যাসিনো গেম খেলা শুরু করেন। ক্যাসিনোতে ব্যবসার পুঁজি শেষ করার পর বাড়ির জমানো টাকাও শেষ করে ফেলেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ক্যাসিনো খেলার টাকা জোগাতে বাড়ির গরুসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে তাঁর মা ও বাবা বাধা দেন। এ সময় গোলাম রব্বানী তাঁর বাবাকে গালাগাল করেন এবং সেই সঙ্গে তাঁর মাকে মারধর করে লাঞ্চিত করে। রাতেই তাঁর বাবা-মা ইউএনও ও থানায় লিখিত অভিযোগ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, বাবা মায়ের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। এমন কি আসামি নিজ মুখে তাঁর বাবা-মাকে অন্যায়ভাবে উচ্চ স্বরে কথা বলে অপমান করেছেন এবং সেই সঙ্গে তাঁর মায়ের গায়েও হাত তুলেছেন বলে স্বীকার করেছেন। এ জন্য ১৮৬০-এর ৩৫৫ ধারা মোতাবেক ওই ব্যক্তিকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত গোলাম রব্বানীকে শনিবার দুপুরে নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন


Link copied