আর্কাইভ  রবিবার ● ১০ আগস্ট ২০২৫ ● ২৬ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১০ আগস্ট ২০২৫

সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

শনিবার, ৯ আগস্ট ২০২৫, বিকাল ০৭:৩১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সৈয়দপুর উপজেলায় দুইজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার(৯ আগষ্ট) বিকালে উপজেলার কাশিরাম বেলপুকুল ইউনিয়নের চওড়া অচিনাডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। 
আটকৃতরা হলেন জেলার কিশোরীগঞ্জ উপজেলা নিতাই ইউনিয়নের আশরাফ আলীর ছেলে দুলাল হোসেন (৪৬) ও নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী মোল্লাপাড়া এলাকার মৃত ইনসানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫)।

পুলিশ জানায়, ঘটনার সময় দুপুরে উক্ত দুই ব্যক্তি নিজেকে ডিবি পরিচয় দিয়ে ওই এলাকার স্থানীয় মানুষের কাছে ডিবি পরিচয় টাকা দাবি করলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। পরে তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। 
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। 

মন্তব্য করুন


Link copied