আর্কাইভ  রবিবার ● ১০ আগস্ট ২০২৫ ● ২৬ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১০ আগস্ট ২০২৫

দিনাজপুর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৫৭ জন

রবিবার, ১০ আগস্ট ২০২৫, দুপুর ০২:৩১

Advertisement

নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৫৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ৯৯ জন।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য মোট ৬১ হাজার ২৮৭টি উত্তরপত্রের মধ্যে আবেদন করেছিলেন ২৯ হাজার ৯৫১ জন। ফল পরিবর্তন হয়েছে ৪৮৭ জনের।

এদের মধ্যে মোট ১৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৮৫ জন আগে থেকেই জিপিএ-৫ধারী ছিলেন, আর ৫৭ জন নতুন করে এ গ্রেড অর্জন করেছেন। ফেল থেকে পাস করেছেন ৯৯ জন। তবে ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেল থেকে নতুন করে ফেল করেছেন ২২ জন শিক্ষার্থী।

মন্তব্য করুন


Link copied