আর্কাইভ  সোমবার ● ১১ আগস্ট ২০২৫ ● ২৭ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১১ আগস্ট ২০২৫

ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রবিবার, ১০ আগস্ট ২০২৫, রাত ১০:৫৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার ডোমার উপজেলায় মো. রকি (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) দুপুরে ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকায় নিজ বাড়ি তার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রকি উক্ত এলাকায় মৃত আকবর আলীর ছেলে। তিনি ডোমারের হুন্ডা-মোটরসাইকেল শো-রুমে চাকরি করতেন।

ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা রকিকে তার শযনকক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা দাবি করেছেন, বাড়িতে কোনো প্রকার ঝগড়াঝাঁটির ঘটনা ঘটেনি। এমনকি গতকাল শনিবার(৯ আগষ্ট) রাতেও ভালো ছিল, সকালেও পরিবারের সকলের সাথে কথা বলছিল। তাহলে সে কেনো আত্মহত্যা করলো।
তবে স্থানীয় অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু বলে মনে করছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, আমরা রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করে দিয়েছি।

মন্তব্য করুন


Link copied