আর্কাইভ  শনিবার ● ১৬ আগস্ট ২০২৫ ● ১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৬ আগস্ট ২০২৫

জাফলং-সাদাপাথরে ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবে যৌথবাহিনী

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, রাত ১২:৪১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: সিলেটের জাফলং ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া) এলাকা ও ভোলাগঞ্জ সাদা পাথরে ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে। আজ বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

জানা গেছে, পর্যটন কেন্দ্র সাদাপাথর ও জাফলংয়ে নজিরবিহীন পাথর লুটপাটের ঘটনায় সিলেট সার্কিট হাউজে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এক বছরে এই দুই এলাকা থেকে লুট হয়েছে কয়েকশ কোটি টাকার পাথর। গত পনেরো দিনে এই লুট সব সীমা ছাড়ায়। সাদাপাথরে মাটি খুঁড়ে পাথর তুলে পুরো এালাকাকে তছনছ করে ফেলা হয়।

সভায় নেওয়া পাঁচ দফা সিদ্ধান্ত হলো—জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বন্ধে অভিযান চলবে, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে, চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।

মন্তব্য করুন


Link copied