আর্কাইভ  শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫ ● ৩১ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫

‘মুজিব’ সিনেমার অডিশনে বাদ পড়ে কেঁদেছিলেন বাঁধন

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, রাত ১২:৪৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: গত সরকারের আমলে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে শুধু বাদই পড়েননি, অপমানের শিকারও হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমি তো অডিশন দিয়েছিলাম। দুবার দিয়েছিলাম। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিল। উনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা।’

শুধু সুযোগ না পাওয়ার কষ্টই নয়, প্রক্রিয়াটি তাকে অপমানিতও করেছে দাবি করে বাঁধন বলেন, ‘কষ্টটা ছিল ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেলার এলো, ছবি এলো- সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।’

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমার বাজেট ছিল প্রায় ৭০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ কোটি), যা দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রযোজনা হিসেবে বিবেচিত। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, আর বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে ছিলেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ আরও অনেকে।

মন্তব্য করুন


Link copied