স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রের হকার নাজমুল হক বাচ্চু (৪৬) বৃহস্পতিবার(১৪ আগষ্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা বাঙালীপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজবাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, মা, এক ভাই, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আছর মন্ডলপাড়া বায়তুন নুর জামে মসজিদ চত্বরে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম নামজুল হক বাচ্চু ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ার বাসিন্দা মরহুম রোস্তম আলী মন্ডলের জ্যেষ্ঠ পুত্র এবং সৈয়দপুরের বিশিষ্ট সংবাদপত্র এজেন্ট আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডলের ভাতিজা। বাচ্চুর অকাল মৃত্যুতে স্থানীয় প্রেস ক্লাব, পত্রিকা এজেন্ট, পত্রিকা হকার সমিতি শোক প্রকাশ করেছে।