আর্কাইভ  শনিবার ● ১৬ আগস্ট ২০২৫ ● ১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৬ আগস্ট ২০২৫

নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইসলামী শিক্ষা দিবস পালন

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, রাত ০৮:০৮

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারী কলেজ শাখার আয়োজনে সরকারী কলেজের ইংরেজি বিভাগের সভাকক্ষে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির সরকারী কলেজ শাখার সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারী সেলিম ইসলাম। ছাত্রশিবির সরকারী কলেজ শাখার সেক্রেটারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবির শহর শাখার দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। ভালো ও সৎ মানুষ হতে গেলে একজন মুসল্লি ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। ইসলামী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন, বর্তমানে অনেক তরুণ প্রজন্মের মুসল্লি সঠিক ইসলাম সম্পর্র্কে জানে না। এমনকি অনেকে কোনআন শিক্ষাও নেয়নি। তাই আমাদের মুসল্লি ভাই-বোনদের কাছে অনুরোধ আপনারা কোনআন শিক্ষা চর্চা করুন। ইসলামী অনুশাসন মেনে চললে, আমরা সঠিক পথে চলতে পারবো। 

মন্তব্য করুন


Link copied