নিউজ ডেস্ক: টালিউডে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে বহু আলোচিত ছবি ‘ধূমকেতু’। আর মুক্তির মাত্র দুই দিনেই সিনেমাটি গড়ে ফেলেছে আয়ের নতুন রেকর্ড।
প্রকাশের প্রথম দিনেই (১৪ আগস্ট) এই সিনেমা আয় করেছে ২.১০ কোটি টাকা। পরদিন স্বাধীনতা দিবসের ছুটিতে হলে উপচে পড়া ভিড়ের মধ্যে দ্বিতীয় দিনের আয় গিয়ে দাঁড়ায় ৩.০২ কোটিতে। সব মিলিয়ে দুই দিনে দেব-শুভশ্রী অভিনীত এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৫.১২ কোটি টাকা, যা টালিউডে মুক্তির প্রথম দুই দিনের মধ্যে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড।
দর্শকদের এমন ভালোবাসায় আপ্লুত সিনেমার পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রযোজক রানা সরকার ও অভিনেতা-অভিনেত্রীসহ সংশ্লিষ্টরা।
‘ধূমকেতু’র পেছনে রয়েছে এক দীর্ঘ ও নাটকীয় ইতিহাস। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৩ সালে, শেষ হয় ২০১৫ সালে। কিন্তু নানা জটিলতায় আটকে যায় মুক্তি। অবশেষে ৯ বছর পর, ২০২৫ সালে এসে মুক্তি পেল এই বহু প্রতীক্ষিত ছবি।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। একসময় এই দুই তারকার প্রেম ছিল টালিউডের ওপেন সিক্রেট। তবে ব্যক্তিগত সম্পর্কে ইতি টানার সময়েই একসঙ্গে কাজ করেন ‘ধূমকেতু’তে। আর সেই ভাঙা সম্পর্কের পর এটিই তাদের একসঙ্গে অভিনীত শেষ সিনেমা।