আর্কাইভ  শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫ ● ৬ পৌষ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ:
ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে

ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে হাদির মরদেহ

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে হাদির মরদেহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে

লালমনিরহাটে চিতাবাঘ আতঙ্ক, বিজিবির সতর্কবার্তা

লালমনিরহাটে চিতাবাঘ আতঙ্ক, বিজিবির সতর্কবার্তা

রংপুরে বেতার সংবাদ শিল্পী ফোরামের নতুন কমিটি গঠন

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ০৪:১৩

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তি: বেতার সংবাদ শিল্পী ফোরাম রংপুরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত কমিটিতে এস. এম. রেজাউল ইসলাম সভাপতি ও এডভোকেট মুনীর চৌধুরী সাধারণ সম্পাদক এবং রেজিনা সাফরীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর নগরীর অভিজাত রেস্টুরেন্ট ওয়েস্টার্ন ক্যুজিনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
 
৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যরা হলেন – সহ-সভাপতি শাহিদা মিলকি, তৌহিদা খাতুন, শাহানা রেজা, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইনতেয়াজ মিয়া, কোষাধ্যক্ষ আখতারুল ইসলাম, দপ্তর সম্পাদক মিথিলা ফারসানা, সহ-দপ্তর সম্পাদক ইউসুফ খন্দকার, তথ্য ও প্রচার সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক বি. এম. রফিক উল হাসান গোর্কি, সহ-ক্রীড়া সম্পাদক মনোয়ারা মোজাম্মেল রুমা, সাংস্কৃতিক সম্পাদক পারভীন সুলতানা, সহ-সাংস্কৃতিক সম্পাদক এস এম খলিল বাবু, সাহিত্য সম্পাদক কামরুন লায়লা এবং সহ-সাহিত্য সম্পাদক মো. শরিফ উর রহমান।
 
এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন –
সিদ্দিকুর রহমান, মিজানুর রহমান তালুকদার, মোয়াক্ষের আলম সোনা, মোহাম্মদ নুরুজ্জামান, কানিজ আফরিনা, মেরিনা লাভলী, বিপাশা আরজু, মো. স্বাধীন মিয়া, মারুফা আকতার মালা, এস. এম. আরিফুজ্জামান, একরাম হোসেন এলিজ, খায়রুন্নাহার, মিফতাহুল জান্নাত ও মামুনুর রহমান।
 
এদিকে এস. এম. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক বার্তা সংস্থার প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
 
এরপর, উপস্থিত সকলের সম্মতিতে মেয়াদ উত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করার পাশাপাশি পদোন্নতিপ্রাপ্ত আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রককে বিদায় সংবর্ধনা ও নতুন উপ-আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রককে বরণ, ফোরামের স্মরণিকা প্রকাশ, বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং বনভোজন আয়োজন বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। 
 
সভায় বার্তা বিভাগের বেতার সংবাদদাতা, সংবাদ পাঠক, সংবাদ অনুবাদক ও অনুলিপিকারগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied