আর্কাইভ  বুধবার ● ১ অক্টোবর ২০২৫ ● ১৬ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১ অক্টোবর ২০২৫
আ.লীগের কার্যক্রম সচল হতে পারে যেকোনো সময়: ড. ইউনূস

আ.লীগের কার্যক্রম সচল হতে পারে যেকোনো সময়: ড. ইউনূস

জামায়াত ক্ষমতায় গেলে শালীনতার মধ্যে নাচতে পারবে নারীরা, পুরুষ দর্শক নিষিদ্ধ

জামায়াত ক্ষমতায় গেলে শালীনতার মধ্যে নাচতে পারবে নারীরা, পুরুষ দর্শক নিষিদ্ধ

৭ মামলায় জামিন নিয়ে ভারতে পালালেন আ.লীগ নেতা

৭ মামলায় জামিন নিয়ে ভারতে পালালেন আ.লীগ নেতা

৫ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করল জুম্ম ছাত্র-জনতা

৫ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করল জুম্ম ছাত্র-জনতা

আ.লীগের কার্যক্রম সচল হতে পারে যেকোনো সময়: ড. ইউনূস

বুধবার, ১ অক্টোবর ২০২৫, রাত ১২:০০

Advertisement

নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে জিটিও-কে দেওয়া এক সাক্ষাতকারে গণমাধ্যম কর্মীর প্রশ্নে ড. ইউনূস বলেন "আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের নিবন্ধন ও বাতিল করা হয়নি, কেবল দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।" 

তিনি আরও বলেন, যেকোনো মুহুর্তে আওয়ামিলীগ এর কার্যক্রম পুনরায় সচল হতে পারে। 

গত ২৯ সেপ্টেম্বরে প্রকাশিত উক্ত সাক্ষাতকারে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেন কার্যক্রম স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেনা। তিনি বলেন, দলটি আইনগতভাবে বৈধ, কিন্তু তাদের কার্যকলাপ কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে, যা যেকোনো মুহুর্তে তুলে নেওয়া হতে পারে। 

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনই সঠিক ব্যাখ্যা দিতে পারবে। যেহেতু নির্বাচন আয়োজনের দায়ীত্ব তাদের হাতে, তাই তারাই ভালো বলতে পারবে কোন দল অংশ নিতে পারবে এবং কোন দল পারবেনা। 

প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এ বিষয়টি তিনি মানেন না, তবে দলটির সমর্থক রয়েছে। তিনি উল্লেখ করেন, এই সমর্থকরা অন্য সাধারণ ভোটারদের মতই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, কিন্তু ব্যালটে আওয়ামী লীগ এর দলীয় প্রতীক থাকবেনা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেদের একটি রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও, তারা সেভাবে নিজেদের উপস্থাপন করতে পারেনি। তিনি আরোও অভিযোগ করেন, তারা মানুষ হত্যা করেছে এবং নিজেদের কর্মকাণ্ডের কোনো দায়ভার এখনো গ্রহণ করেনি। এর পরিবর্তে, তারা সব সময় নিজেদের অপকর্মের জন্য অন্যদের দোষারোপ করে গেছে।

মন্তব্য করুন


Link copied