রংপুর: রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় তাজেল ইসলাম (৩১) নামে এক বাদাম বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল ইসলাম উপজেলার প্রাণনাথ চর এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মত তাজেল ইসলাম কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী ‘বেলা-অবেলায়’ যাত্রীবাহী বাসে বাদাম বিক্রি করার জন্য উঠতে ছিলেন। এ সময় বাস দ্রুত গতিতে ছাড়লে তিনি পা পিছলে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে জব্দ করে চালক আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পলাতক হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।