মমিনুল ইসলাম রিপন, রংপুর।। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এই অনুষ্ঠানটির আয়োজন করে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড কে এম জালাল উদ্দীন আকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি আবু সাইম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জয়নাল আবেদীনসহ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষবৃন্দ ও গভর্নিং বডির সদস্যগণ।
আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, কৃতী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা।