নিউজ ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি এবার নিজের জীবনের আলোচিত অধ্যায়- কারাবাসের অভিজ্ঞতা নিয়ে সিনেমা বানানোর ইঙ্গিত দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেল থেকে বের হওয়ার পরপরই তিনি একটি বই লিখেছেন, যা প্রকাশ করবেন তাঁর ছেলে বড় হলে। শুধু বই নয়, সেই অভিজ্ঞতাকে সিনেমায় রূপ দেওয়ার কথাও ভাবছেন বলে জানান এই অভিনেত্রী।
পরীমণি বলেন, আমি এখন অবধি জেলখানা নিয়ে কোনো কিছু বলিনি। এটা নিয়ে কিছু বলার আগ্রহ নেই। এটা একটা মিথ্যা জিনিস। এটা নিয়ে কিছু বলতে অপ্রিয় সত্যটা মানুষ জানলে আইনের উপরে শ্রদ্ধা হারিয়ে ফেলবে। আমি চাই না কেউ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলুক।
রিমান্ড প্রসঙ্গে পরী বলেন, রিমান্ড একটা ফালতু জিনিস। রিমান্ডের জিনিসপত্র সব ভাঙাচোরা। মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় কিছু ছবি লাগানো হয়। আমি বলেছি এগুলো পরিবর্তন করতে, কারণ এগুলো দেখে কেউ ভয় পাবে না।
তিনি আরও বলেন, আমাকে কেন আটক করেছে, নিজেরাও জানত না। একজন আর একজনকে জিজ্ঞেস করত। আগে তো কথা বলতে জানতে হবে- আপনি কী জানতে চাইছেন সেটা আগে ঠিক করতে হবে। কারাগারে কী ধরনের খাবার দেওয়া হতো, জানতে চাইলে পরীমণি বলেন, জেলখানাতে অনেক স্বাস্থ্যকর খাবার দেয়া হয় এবং অনেক খাবার নষ্ট হয়। যেটা দেখে আমার খুব খারাপ লাগে। কারণ ওখানে একদম ফ্রেশ রান্না হয়। জেলখানাত খুব ওয়েল মেইনটেইন হয়।
প্রসঙ্গত, বছর চারেক আগে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। প্রায় চার ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৬টি আলামত জব্দ করে তারা। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব, আর পরীমণিকে তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেয়া হয়।