নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসানসহ উপস্থিত সাংবাদিকদের প্রতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসান আহত হন এবং উপস্থিত কিছু সাংবাদিক হেনস্তার শিকার হন।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছে যায়। এই কারণেই গণমাধ্যমের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক অবিচ্ছেদ্য। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণরূপে ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে।
বিএনপি সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এর আগে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি শীর্ষ মহলকে জানিয়েছি। ’
উল্লেখ্য, বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এ ঘটনাটি ঘটে।