ঢাকা: ইসির রিমোট আগারগাঁওয়ে নাই, অন্য জায়গায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) স্পাইনলেস (মেরুদণ্ডহীন)।
তারা নিয়োগদাতাদের কথা মতো কাজ করছে। তাদের সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা নেই।
রোববার (১৯ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠকে পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
প্রতীক কী নেবে তা জানানোর শেষদিনের এ বৈঠকের পর হাসনাত বলেন, আমাদের মার্কার বিষয়ে কথা বলতে এসেছি। প্রাতিষ্ঠানিক অটোক্রেসি তৈরি হয়েছে- ইসির মনোভাব দেখে মনে হচ্ছে। বিদ্যমান দলগুলোকে যে মার্কা দেওয়া হয়েছে, কোনো নীতিমালা নেই। মধ্যযুগীয় বর্বর শাসন ব্যবস্থা যেমন দেখতাম, রাজা যেমন ইচ্ছা করছে...। রাজা বাদশাদের আচরণের সঙ্গে তাদের সাদৃশ্য রয়েছে। কোনো ব্যক্তির ইচ্ছা নয়, নীতির মাধ্যমে চলতে হবে ইসিকে।
তিনি আরও বলেন, মার্কার ক্ষেত্রে সাংস্কৃতিক সমাজিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। এ নিয়ে যেন গণবিচ্ছিন্নতা তৈরি না হয়, সেটা দেখতে হবে। আইনগত ব্যাখ্যা যতক্ষণ না হচ্ছে- আমরা ধরে নেবো, সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। ইসির রিমোট আগারগাঁওয়ে নাই। অন্য জায়গায়। তাদের আচরণে মনে হয় না সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রযোজন। এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে। মার্কা নিয়ে যে স্বেচ্ছাচারি আচরণ, একটা অটোক্রেসি তৈরি করেছে, যে তারা ব্যাখ্যা দেবে না। অথচ ইসি একটি জনগণের প্রতিষ্ঠান।
হাসনাত আবদুল্লাহ বলেন, এ ইসির একটা স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা নাই। স্পাইনলেস কমিশন এটা। বিভিন্ন পক্ষের ইনভল্ভমেন্ট রয়েছে। যারা নিয়োগ দিয়েছে, তাদের পারপাস ইসির ব্যানারে সার্ভ করছে।
তিনি বলেন, গণবিদ্বেষ হলে চাপিয়ে রাখা যায় না। যে গণবিদ্বেষ হবে তাতে নূরুল হুদার পরিণতি হবে, তা আমরা চাই না।
তিনি বলেন, শাপলা ছাড়া বিকল্প কোনো অপশন নেই। কারণ ইসি আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। আমরা কেন মনে নেবো। কেবল হোমজিক্যালি একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। কোনো বিকল্পের অবকাশ নেই।
এ সময় দলটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।