মমিনুল ইসলাম রিপন: রংপুরে একই নাম্বার প্লেটযুক্ত দুটি অটোরিকশা আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এতে অটোরিকশার নাম্বার প্লেট জালিয়াতির সঙ্গে জড়িত একটি অসাধুচক্রের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে ট্রাফিক বিভাগের নিয়মিত যানবাহন চেকিং চলাকালীন ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক (শ ও যা) মোঃ নূর আলম সিদ্দিক জানান, তিনি সার্জেন্ট মোঃ আশরাফুজ্জামান, কনস্টেবল শরিফ আহমেদ (এসএএফ) এবং ট্রাফিক কনস্টেবল মিজানুর রহমানসহ ফোর্স নিয়ে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় একই নাম্বার (অ-০১০১) যুক্ত দুইটি অটোরিকশা চোখে পড়ে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উভয় অটোরিকশা ও চালকদের আটক করা হয়। পরে ডিসি ট্রাফিক মহোদয়ের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক যানবাহন ও চালকদের কোতোয়ালি থানা, রংপুরে প্রেরণ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্র রংপুর সিটি কর্পোরেশন এলাকায় জাল নাম্বার প্লেট তৈরি করে অবৈধভাবে অটোরিকশা পরিচালনা করছে। যা পুরোপুরি বেআইনি ও প্রতারণামূলক কর্মকাণ্ড।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ ও আইনসম্মত চলাচল নিশ্চিত করতে নিয়মিত যানবাহন চেকিং কার্যক্রম আরও জোরদার করা হবে।