আর্কাইভ  শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫ ● ৯ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

অন্তর্বর্তী সরকার
উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

শুধু বেঁচে থাকার চেয়ে জীবন উদযাপন করাই শ্রেয়: পরীমণি

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বিকাল ০৬:৩৪

Advertisement

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন শুক্রবার (২৪ অক্টোবর)। আগে মহাসমারোহে নিজের জন্মদিন উদযাপন করলেও গেল তিন বছর জৌলুসপূর্ণ আয়োজন করছেন না তিনি। একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে তার জন্মদিন।

তবে এবার ঘটেছে একটু ব্যতিক্রম। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন আলোচিত এই চিত্রনায়িকা। আর জন্মদিনের দিন ফেসবুকে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন পরী।

তিনি লেখেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।’ পোস্টের শেষে নিজেকেই নিজে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এর আগে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মনে করিয়ে দেন জন্মদিনের কথা। এ বছর জন্মদিনে দেশে থাকছেন না পরীমণি। তাই আগেভাগেই কেক কেটে দিনটি উদযাপন করেছেন। সেই সময় তার পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।

ছবি প্রকাশের পর সামাজিকমাধ্যমে অনেকে জানতে চান অর্ক কে? তার সঙ্গে পরীর সম্পর্কটা কী? পরে আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন পরীমণি। তিনি লিখেন, অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করেন পরীমণি। 

বলে রাখা যায়, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’সহ বেশ কিছু চলচ্চিত্র । পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন। 

মন্তব্য করুন


Link copied