আর্কাইভ  শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫ ● ৯ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

অন্তর্বর্তী সরকার
উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

ভোটের হাওয়া

বগুড়া-৪ বিএনপির প্রার্থী কোকোর সহধর্মিণী শর্মিলা, জামায়াতের ড. মোস্তফা

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:৪৪

Advertisement

নিউজ ডেস্ক:  বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম সংসদীয় আসন দুটি উপজেলা নিয়ে গঠিত। নন্দীগ্রাম উপজেলার পাঁচ ইউনিয়ন এবং একটি পৌরসভা ও কাহালু উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে এবার বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এই আসনের সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন বলেন, ‘জিয়া পরিবার থেকে শুধু বগুড়ায় নয়, দেশের যে কোনো আসনে প্রার্থী হলে আমরা বগুড়ার নেতা-কর্মী সেই আসনে গিয়ে কাজ করব।’ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আলহাজ মোশারফ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে তিনি পদত্যাগ করেন। মোশারফ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।’ তিনি তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করছেন। দুই উপজেলার উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন।  এদিকে বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা ফজলে রাব্বি তোহা, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম আকতার জাকির, জাতীয় পার্টি থেকে শাহিন মোস্তফা কামাল, গণতন্ত্রী পার্টি থেকে মনজুরুল ইসলাম মনোনয়ন পেতে কাজ করছেন। এই আসনে জামায়াতের একক প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ ছাড়া এই আসনে বাসদের পক্ষ থেকে সাইফুজ্জামান টুটুলের নাম ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় শুরা সদস্য ও তিনবারের উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর নাম ঘোষণা করা হয়েছিল। গত ১ জুন তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্প্রতি দলীয়ভাবে পুনরায় যাচাইবাছাই শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজকে মনোনয়ন দেওয়া হয়। ড. মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।

জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ‘গত ৫৪ বছর যারা দেশ শাসন করেছেন তারা জাতির ভাগ্যের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে, জামায়াতে ইসলামী তা কাজে লাগাতে চায়। আমরা জাতিকে সুখী, সমৃদ্ধিশালী, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই।’

মন্তব্য করুন


Link copied