স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেল নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৬ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)’এর আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। এসময় তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে নয়, ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণে সবাইকে সচেতন হতে হবে। অপরিষ্কার ড্রামে কখনোই ভোজ্যতেল রাখা যাবে না। যদি কাউকে রাখতে দেখেন দ্রুত ভোক্তা অধিদপ্তরকে জানানো আহবান করেন তিনি। তিনি বলেন, বাজার থেকে যেকোন পন্য ক্রয়ের সময় তার মেয়াদ, উৎপাদন তারিখ সহ পন্যটি সঠিক কি না তা অনলাইনে যাচাই করে নিবেন।
নীলফামারী জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়জুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ।
ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক (কার্যক্রম) আতিয়া সুলতানা সঞ্চালনায় কর্মশালায় ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এছাড়াও ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেল নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ক তথ্য উপস্থাপন করেন গেইন-এর পোর্টফোলিও লিড আশেক মাহফুজ।
পাশাপাশি কর্মশালায় সঠিকভাবে ভোজ্যতেল সংরক্ষণ, ব্যবহার ও আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।