নিউজ ডেস্ক: উড়ন্ত সূচনার পর ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত হানেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ওপেনিং জুটি ভাঙেন।
১৩তম ওভারে পর পর ২ বলে ২ উইকেট তুলে নেন তারকা পেসার তাসকিন আহমেদ। তার শিকার হয়ে ফেরেন ওপেনার ব্রান্ডন কিং ও চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা শেরেফান রাদারফোর্ড।
আগের ওভারে ১৭ রান খরচ করলেও ১৩তম ওভারে বল করতে এসে মাত্র ২ রান খরোয় ক্যারিবীয় টপঅর্ডার দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তাসকিন।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে; টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ওয়েষ্ট ইন্ডিজ।
উদ্বোধনী জুটিতে ৫৯ রান করেন দুই ওপেনার আলিক অ্যাথানেজ ও ব্রান্ডন কিংস। এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। তার বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন উইন্ডিজের ওপেনার অ্যাথানেজ। তার বিদায়ে ৮.২ ওভারে ৬৯ রানে ওপেনিং জুটি ভাঙে ক্যারিবীয়দের।
এরপর ১৩তম ওভারে দলীয় ৮২ রানে পরপর দুই বলে ফেরেন ব্রান্ডন কিং ও শেরেফান রাদারফোর্ড।
এই সিরিজের আগে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় উইন্ডিজ।
আগামী বছর ভারত ও শ্রীলংকার মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা।
চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ।
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।