আর্কাইভ  সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫ ● ১২ কার্তিক ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ

২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

একতরফা নির্বাচন হলে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে: জিএম কাদের

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:৩৭

Advertisement

নিউজ ডেস্ক: সরকার যদি একতরফা নির্বাচন করে তাহলে দেশে স্থিতিশীলতা আসবে না। দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে এবং দেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার, (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির প্রতিনিধির সাথে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে জাতীয় পার্টির পক্ষে প্রতিনিধিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

জিএম কাদের আরও বলেন, দেশের ৫০ ভাগেরও বেশী মানুষের প্রতিনিধিত্বশীল দলগুলো ছাড়া যে সংস্কার হচ্ছে তা টেকসই হবে না। এই সরকার এক তরফা নির্বাচন করার পায়তারা করছে। সুষ্ঠু অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন করার সদিচ্ছা এবং সক্ষমতা এই সরকারের নাই।

বৈঠকে পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। সাধারণ জনগনের আস্থা অর্জন করতে পারে নাই। এই অবস্থায় ভোট হলে ভোটের আগে পরে এবং ভোটের দিন সংঘাত হতে পারে। জাতীয় নির্বাচন একটি সমষ্টিগত প্রক্রিয়া। সকল দলের অংশগ্রহণের পাশাপাশি সরকার, ঐক্যমত কমিশন, নির্বাচন কমিশনের সমন্বিত সৎ ও নিরপেক্ষ উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনই দেশকে এই মহা সংকট থেকে উত্তরনের পথে নিয়ে যেতে পারে।

জাতীয় পার্টির প্রতিনিধি দলের আরও ছিলেন প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মাহফুজুর রহমান। কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের পক্ষে ছিলেন উপদেষ্টা এবং প্রধান (নির্বাচনী সহায়তা বিভাগ) লিনফোর্ড অ্যান্ড্রুজ, উপদেষ্টা এবং প্রধান (এশিয়া মিসেস ন্যান্সি কানিয়াগো) ডঃ দিনুষা পণ্ডিতরত্ন, আইনি উপদেষ্টা, সার্থক রায়, সহকারী গবেষণা কর্মকর্তা, মিসেস ম্যাডোনা লিঞ্চ প্রমুখ।

মন্তব্য করুন


Link copied