আর্কাইভ  মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫ ● ১৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
তিস্তার ২৫টি চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা

তিস্তার ২৫টি চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা

২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ

২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

রংপুরে গণপিটুনিতে নিহত প্রদীপের ছেলে পেল চাকরি

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১০:১৮

Advertisement

রংপুর: রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিঠাপুকুর উপজেলার বাসিন্দা ভ্যানচালক প্রদীপ লাল রবিদাসের ছেলে দুলাল কুমারকে গ্রাম পুলিশের চাকরি দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কার্যালয়ে ডেকে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম।

ইউএনও নাজমুল আলম বলেন, নিহত ভ্যানচালক প্রদীপ দাসের ছেলেকে গ্রাম পুলিশের মহল্লাদার হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি তিনি এখন তার হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং সততার সঙ্গে ইউনিয়নের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবে। যাতে তার বাবার মতো এমন ঘটনার শিকার আর কেউ না হয়।

নিয়োগপত্র পাওয়ায় দুলাল কুমার অত্যন্ত খুশি। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, আজ চাকরি পেয়ে আনন্দ লাগছে। এখন মনে হচ্ছে সংসারটা চলবে। ইউএনও আমাকে ডেকে আমার হাতে চাকরির যোগদানপত্র দিয়েছে।

তিনি আরও বলেন, চাকরি শুরু করে মা এবং দুই ভাইবোনের পড়াশোনা ও ভরণপোষণ করব। সংসারের অভাব একেবারে না কমলেও ধীরে ধীরে কমবে বলে আশা করি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রুপলাল রবিদাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন। প্রদীপ সম্পর্কে রুপলাল রবিদাসের ভাগনির জামাই ছিলেন।

মন্তব্য করুন


Link copied