মমিনুল ইসলাম রিপন: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পায়রাচত্বর, জাহাজ কোম্পানি মোড়, গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এসময় তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞ গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মীদের লগি-বৈঠা দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে। আজও সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে অন্যায়ের সংস্কৃতি আরও গভীর হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ২৮ অক্টোবরের সেই হত্যাযজ্ঞে জড়িত শেখ হাসিনাসহ দায়ীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ এটিএম আযম খান বলেন, “২৮ অক্টোবরের ঘটনা শুধু রাজনৈতিক নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তে রঞ্জিত সেই দিনের বিচার অবশ্যই করতে হবে। এই বিচার না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, সেক্রেটারি শাহানত মিয়া, কোতোয়ালি থানা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর সরকারি অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া, পরশুরাম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাহবুব আলম, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডলসহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।