আর্কাইভ  শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫ ● ২৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড

বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

দিনাজপুরে বিএনপি'র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে কাফন মিছিল

দিনাজপুরে বিএনপি'র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে কাফন মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নীলফামারীতে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, বিকাল ০৭:২৬

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে নীলফামারী জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব ও নীলফামারী-২ আসনের মনোনীত প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ। সভায় সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স।

বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির দিন হিসেবে ইতিহাসে অমর। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিলেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনের চেতনা হলো দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে লড়ছে। তাই দিবসটি চিরস্মরণীয় হয়ে আছে।

বক্তারা আরও বলেন, বিএনপি সুসংগঠিত একটি জনমানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রাম সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল আবারও সফল হবে ইনশাআল্লাহ। তবে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। এমনকি নির্বাচন না হওয়ার বড়ধরণের ষড়যন্ত্র শুরু হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে প্রতিটি আসনে ধানের শীষ জয়লাভ করে দেশের বিরুদ্ধে হওয়া সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাল্লাহ।

এসময় জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক, আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গির সেপু, প্রবীর গুহ রিন্টু, হারুন অর রশিদ খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক মগ্নি মাসুদুল আলম দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আসাদুজ্জামান খান রিনো, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল হক, তাতী দলের সভাপতি শাহজাদা মুক্তি, শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied