আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ● ২৯ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

‘আমি খুব করে বাঁচতে চেয়েছি’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‘আত্মহত্যা’

‘আমি খুব করে বাঁচতে চেয়েছি’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‘আত্মহত্যা’

রংপুরে পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ০৬:২৭

Advertisement

মমিনুল ইসলাম রিপন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউন কর্মসূচীসহ দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অভিযোগে আওয়ামীলীগ নেতা ও কলেজ শিক্ষক মিজানুর রহমানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পীরগাছা মহিলা কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফয়সাল হাসান রাসেল (৪৮) ও মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রাজা (২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, মোহাম্মদ ফয়সাল হাসান রাসেলকে বুধবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে জুম্মাপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও জুম্মাপাড়ার বাসিন্দা জয়নাল আলীর ছেলে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রমজান আলী হত্যার চেষ্টা মামলা রয়েছে। সেই মামলার তিনি ৫৭ নম্বর আসামী। 

এদিকে রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রাজা (২৮) কে দুপুর ১২ টার দিকে নগরীর খলিফা পাড়া এলাকা থেকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার রাজা লাকিপাড়ার আশরাফ আলীর ছেলে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদুল ইসলাম সাগরকে হত্যার চেষ্টা মামলা রয়েছে। 

অন্যদিকে রংপুর জেলার পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পীরগাছা মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল, সহকারি অধ্যাপক মিজানুর রহমান কে গ্রেফতার পুলিশ। 

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলাসহ বিভিন্ন নাশকতা রুখতে গ্রেফতার অভিযান চলছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন


Link copied