আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫ ● ৪ পৌষ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
রংপুর অঞ্চলের মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, ১১ মাসে নিহত ২১৩

রংপুর অঞ্চলের মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, ১১ মাসে নিহত ২১৩

তারেক রহমানের অপেক্ষায় পিতৃভূমি বগুড়ার মানুষ

তারেক রহমানের অপেক্ষায় পিতৃভূমি বগুড়ার মানুষ

পঞ্চগড়ে টানা ৮ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে টানা ৮ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম তুললেন তৃতীয় লিঙ্গের রানী

রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম তুললেন তৃতীয় লিঙ্গের রানী

অভিযোগ ছাড়াই রাশমিকা ১২ ঘণ্টা কাজ করেন: ‘থাম্মা’ নির্মাতা

রবিবার, ২ নভেম্বর ২০২৫, রাত ১০:২৩

Advertisement

নিউজ ডেস্ক: বছরখানেক আগে থেকে বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের দাবি তোলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অবশ্য এই দাবির খেসারত দিতে হয়েছে তাকে। ফলস্বরূপ পরপর দুই সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। তবে দীপিকার এই দাবির সঙ্গে কাজল, রানি মুখার্জি, কঙ্গনাসহ বলিউডের প্রথম সারির কয়েকজন তারকা একমত হলেও শুরু থেকে বিপক্ষে ছিলেন রাশমিকা মান্দানা। বিষয়টি নিয়ে গেল জুলাই মাসে দীপিকাকে একরকম খোঁচাও মারেন তিনি।

সেসময় রাশমিকা জানান, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ১২ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করতে প্রস্তুত তিনি। কাউকে খুশি করতে নয়, সিনেমার স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত। সেটাই করেছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমার সেটে।

 

বর্তমানে অভিনয়শিল্পীরা যখন নির্দিষ্ট সময়ের কাজের দাবি তুলছেন, তখন এ প্রসঙ্গ নিয়ে নিজের মতামত জানিয়েছেন ‘থাম্মা’ সিনেমার পরিচালক আদিত্য সরপোতদার।

নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য বলেন, “কাজের উপযুক্ত সময় নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ধরে নেওয়া হয়, সবাই টানা ২৪ ঘণ্টা কাজ করবে-যা মানসিক ও শারীরিকভাবে ভীষণ কষ্টদায়ক। আমার মনে হয় ১২ ঘণ্টার শিফটই যথাযথ ও বাস্তবসম্মত। এর বেশি কাজ করানো ঠিক নয়।”

 

দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা শিফটের দাবি প্রসঙ্গে আদিত্য বলেন, ‘একজন অভিনেতার পর্দায় এক নির্দিষ্ট লুক বজায় রাখতে হয়। তাই তাঁর দাবির পেছনের কারণটা বুঝে নেওয়া জরুরি। দীপিকা বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছেন, তাই এটা কোথা থেকে আসছে ও কেন তিনি এমন দাবি তুলেছেন-তা বোঝা প্রয়োজন। কোনও সাধারণ মন্তব্যে এটার মূল্যায়ন করা যায় না।’

তিনি আরও বলেন, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়, আর একজন পরিচালক হিসেবে অভিনেতাদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব।’

সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমায় রাশমিকা মান্দানার কাজ প্রসঙ্গে আদিত্য বলেন, ‘রাশমিকা ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করেন। কখনও বলেন না, তিনি ক্লান্ত। হয়তো তিনি এখন জীবনের এমন পর্যায়ে আছেন যেখানে তিনি সহজেই তা সামলে নিতে পারেন। তবে এটা সবার জন্য এক নিয়ম হওয়া উচিত নয়। একজন অভিনেতা ও পরিচালক যদি একে অপরের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছাতে পারেন, তাহলেই কাজ ভালো হয়।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন


Link copied