নিউজ ডেস্ক: নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে গানম্যান। তালিকায় এনসিপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে এ খবরের পর গানম্যান চেয়েছেন সামাজিক মাধ্যমে পরিচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামাজিক মাধ্যমে এক পোস্টে হিরো আলম বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনস্থির করায় এবং কিছু গণমাধ্যমে প্রকাশ করায় বিভিন্ন ভাবে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ আমার সুরক্ষায় একজন নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদানের অনুরোধ করছি।
হিরো আলম বলেন, আমি বেশ কয়েকবার নির্বাচন করেছি। প্রতিবারই আমার ওপর হামলা হয়েছে। আমাকে মারধর করা হয়েছে। বগুড়ায় একবার আমি প্রায় জিতে গিয়েছিলাম, সেখানে আমাকে মারধর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমি আমার নিরাপত্তার জন্য গানম্যান চাই।