আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫

আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি: শাকিব খান

বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২, দুপুর ০২:৫২

Advertisement Advertisement

ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে তার ব্যক্তিজীবন নিয়ে। আর এটি যেন দেশের মানুষের কাছে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। এর মধ্যে আবার আছে শাকিবিয়ানদের সঙ্গে নানা মানুষের তর্ক-বিতর্ক। এতদিন ব্যক্তিজীবন প্রসঙ্গে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন শাকিব, বলেছেন নানা কথা।

চলমান সমালোচনার জবাবে এই চিত্রনায়ক বলেন, ‘সিনেমার নায়কের ঊর্ধ্বে আমি কিন্তু একজন মানুষ। আর মানুষ হিসেবে আমারও ব্যক্তিগত একটি জীবন আছে। সেই জীবনে নানা ঘটনা ঘটতেই পারে। তাই বলে তাতে ঝড়-ঝঞ্ঝার তো কিছু নেই। আমাকে নায়ক হিসেবে দেশ-বিদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। তাই আমার সব ব্যাপারে তাদের জানার আগ্রহটা একটু বেশি। এটা দোষের কিছু নয়।’

বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমারও তো নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা আছে। সেই চিন্তা থেকে আমার মনে হয়েছে, এ বিষয়ে এখনই কিছু বলব না। সময় হলে ঘটা করে সবাইকে জানাব। কিন্তু আমাকে ভুল বুঝে, সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। আর এ কারণেই আমাকে সমস্যায় পড়তে হয়। প্রেম-বিয়ে তো মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগত ব্যাপারগুলো কখনই মানুষের সামনে আনতে চাই না।’

আপনার বেলাই কেন বারবার এমন ঘটনা ঘটছে জানতে চাইলে এই চিত্রনায়ক বলেন, ‘বিষয়টি কিন্তু এমন না, ক্যারিয়ারে আমি এ পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই গুঞ্জন।’

আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের আগামী ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? উত্তরে শাকিব খান বলেন, ‘দুজনই আমার আদরের সন্তান। আমি দুই পুত্রকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই সন্তানকেই সমান টেক কেয়ার করে যাব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে, সে চেষ্টাই আমার প্রধান দায়িত্ব। ওরা বড় হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।’

মন্তব্য করুন


Link copied