নিউজ ডেস্ক: আরব বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ। ফলে আগামীকাল রবিবার আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের প্রথম দিন ঘোষণা করা হয়েছে। রজবের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস উপলক্ষে অপেক্ষা এবং ক্ষণগণনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার জানায়, সংযুক্ত আরব আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে। রজব ইসলামের চারটি পবিত্র মাসের অন্যতম। মুসলিমদের কাছে এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কারণ রজব থেকেই রমজানকে ঘিরে আধ্যাত্মিক প্রস্তুতি শুরু হয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রজব মাসের পর শাবান মাস পূর্ণ হওয়ার পরই রহমত ও বরকতের রমজান মাস আসে। রজব এবং শাবান মাস যদি ২৯ বা ৩০ দিন হিসেবে পূর্ণ হয় তাহলে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই বিশ্ব মুসলিম সম্প্রদায় রমজান মাসে প্রবেশ করবে।
ধর্মীয় বর্ণনা অনুযায়ী রজব মাস শুরু হলে মহানবী হযরত মোহাম্মদ (সা) মহান আল্লাহর কাছে দোয়া করতেন যেন রজব ও শাবান মাস বরকতময় হয় এবং সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন।
আরবি মাসের গণনা চাঁদ দেখার ওপর নির্ভর করেই হয়। ফলে রমজানের সুনির্দিষ্ট তারিখ নিশ্চিত করতে আগাম চাঁদ দেখার উপরই নির্ভর করতে হবে।
এদিকে আজ দিনের বেলাতেই আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে রজবের চাঁদের ছবি তুলেছেন বিজ্ঞানীরা। চাঁদের সেই ছবি ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সূত্র গালফ নিউজ