আর্কাইভ  শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫ ● ১৬ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
বিশেষ চরিত্রে বড় শিল্পীরা

বিশেষ চরিত্রে বড় শিল্পীরা

মোবাইল অ্যাপে ঋণের নামে প্রতারণা

মোবাইল অ্যাপে ঋণের নামে প্রতারণা

প্রতীক তালিকায় 'শাপলা কলি' যুক্ত হওয়া মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা

প্রতীক তালিকায় 'শাপলা কলি' যুক্ত হওয়া মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা

আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেসসচিব

আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেসসচিব

আহত শিক্ষার্থী নিলয়কে দেখতে তার বাড়িতে যান বেরোবি রেজিস্ট্রার

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:১৮

Advertisement

বেরোবি প্রতিনিধি :  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) দুপুরে গাজীপুরের টঙ্গিতে তার বাড়িতে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় নিলয় চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হন। বর্তমানে চিকিৎসাধীন এই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।


রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ নিলয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহমর্মিতা প্রদানের আশ্বাস দেন। তিনি জানান, নিলয়ের চোখের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। সে এখন চোখ মেলতে ও দেখতে পারছে। তবে চোখে সেলাই থাকার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী একমাস নিলয়কে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। রেজিস্ট্রার আরও জানান, নিলয়ের দ্রুত আরোগ্য কামনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী তার পাশে রয়েছেন এবং তার অসুস্থতাজনিত কারণে শিক্ষাজীবন যেন বিলম্বিত না হয়, সেজন্য উপাচার্য মহোদয় নির্দেশনা দিয়েছেন।


উল্লেখ্য, নিলয়ের সুচিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার পাশাপাশি নিলয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে গত ১৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী নিলয় সরকারকে দেখতে তার বাড়িতে যান।  সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন


Link copied