আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

ইতিহাস গড়ে ইংল্যান্ড দলের নেতৃত্বে সর্বকনিষ্ঠ অধিনায়ক

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩৭

Advertisement

নিউজ ডেস্ক:সেপ্টেম্বরে ৯টি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। এর মধ্যে রয়েছে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি, আর সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

এই ম্যাচকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে দলে আছেন নিয়মিত তারকা হ্যারি ব্রুক, জোফরা আর্চার, জেমি ওভারটন, সাকিব মাহমুদ ও রেহান আহমেদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন হ্যাম্পশায়ারের তরুণ পেসার সনি বেকার। দ্য হান্ড্রেডে ভালো পারফর্ম করেই নজরে এসেছেন তিনি।

বেথেল বলেন, “এটা নিঃসন্দেহে দারুণ একটি খবর। আমি গর্বিত ও রোমাঞ্চিত। প্রথম অনুভূতিটাই ছিল গর্বের। এখনও বিশ্বাস করতে পারছি না। আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য বিশাল সম্মানের।”

আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে হ্যারি ব্রুক, জো রুট, বেন ডাকেট, জোফরা আর্চার, জর্জ কার্স ও জেমি স্মিথের মতো তারকাদের। তবে ফিল সল্ট ফিরেছেন দলে, পিতৃত্বকালীন ছুটি শেষে। সেপ্টেম্বরে দুই সিরিজে ইংল্যান্ডের দুটি ভিন্ন স্কোয়াড দেখবে ক্রিকেট বিশ্ব, একদিকে অভিজ্ঞদের নিয়ে শক্তিশালী দল, আরেকদিকে তরুণদের নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতির মঞ্চ।

দক্ষিণ আফ্রিকার জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক)।

দক্ষিণ আফ্রিকার জন্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), লুক উড।

আয়ারল্যান্ডের জন্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), লুক উড।

মন্তব্য করুন


Link copied