নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ হয়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে ইমন হাওলাদার নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক। আহত ইমন হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত কয়েক সপ্তাহে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২ জুলাই দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েক দিন আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়।