নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এবার প্রথমবারের মতো এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বড় পর্দায় (এলইডি স্ক্রিন) ভোট গণনার অগ্রগতি দেখানো হবে, যাতে শিক্ষার্থীরা স্বচ্ছভাবে পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তুলতে গণনার প্রতিটি ধাপ দৃশ্যমান করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। এর আগে ৭ সেপ্টেম্বর রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আটটি কেন্দ্র নির্ধারণ করেছে।
কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা।
শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল।
টিএসসি কেন্দ্র: কেবল রোকেয়া হলের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হল।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল।
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হল।
ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন নাহার হল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, এই পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা বাড়াবে এবং অস্বচ্ছতার কোনো অভিযোগের সুযোগ থাকবে না।