আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

কোরবানির পশুর বর্জ্য: ১২ ঘন্টারও কম সময় আট ঘণ্টায় ‘সাফ’ : উপদেষ্টা আসিফ মাহমুদ

রবিবার, ৮ জুন ২০২৫, রাত ০১:৫৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য বেঁধে দেওয়া সময়ের আগেই অপসারণের দাবি করেছে দুই সিটি কর্তৃপক্ষ।

‘আট থেকে সাড়ে আট ঘণ্টায়’ সব বর্জ্য ‘অপসারণ’ সম্ভব হয়েছে বলে দাবি তাদের।

শনিবার ঈদের দিন সকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, সিটি করপোরেশনের বেঁধে দেওয়া ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে তারা আশা করছেন।

উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিনে ডিএনসিসি এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করা সম্পন্ন হয়েছে। মোট অপসারিত বর্জ্যের পরিমাণ সাড়ে ৯ হাজার টন।”

তিনি বলেন, তারা বর্জ্য অপসারণের কাজ শুরু করেছিলেন বেলা ২টা থেকে।

১০ হাজারেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত ছিলেন বলে সামসুল আলম জানান।

তার আগে বেলা আড়াইটার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘর সংলগ্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, “দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ যথাসময়ে শেষ করতে পারবো আশা করি। দুই সিটির কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন।”

উত্তর ও দক্ষিণের প্রশাসকের প্রতিশ্রুতি তুলে ধরে উপদেষ্টা বলেন, “আজকের মধ্যে সিংহভাগ অপসারণ সম্ভব হবে। আজকের মধ্যে শতভাগ অপসারণ সম্ভব হতো যদি নির্ধারিত স্থানে কোরবানির বিষয়টি সবাই মেনে চলত।”


ঢাকার কলাবাগান শিশু পার্ক সংলগ্ন দক্ষিণ সিটি করপোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সে সময় উত্তরের প্রশাসক এজাজ হোসেন বলেন, বেলা পৌনে ২টা পর্যন্ত উত্তর সিটিতে প্রায় সাড়ে ৫ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, “মাত্র আট ঘন্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।”

কোরবানি শেষ করার পর নাগরিক পর্যায় থেকে পশুর বর্জ্য অপসারণ করে প্রতিটি ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে স্থানান্তর করা হয় জানিয়ে তিনি বলেন, পরে সেগুলো ডাম্প ট্রাকের মাধ্যমে মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্প করা হচ্ছে।

“ইতিমধ্যে ৩০ হাজার টন লক্ষ্যমাত্রার মধ্যে প্রায় ১২ হাজার টন বর্জ্য মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে।”

রাসেল রহমান বলেন, তারা কাজ শুরু করেছিলেন বেলা দেড়টায়।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় এবার দক্ষিণ সিটিতে প্রায় ১০ হাজারের অধিক জনবল মাঠ পর্যায়ে কাজ করেছে।

 

তার আগে বেলা পৌনে ২টায় ঢাকার কলাবাগান শিশু পার্ক সংলগ্ন দক্ষিণ সিটি করপোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা।

তিনি বলেন, “ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে। আশা করি, এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই ব্যাহত হবে না।”

সে সময় দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “আমরা কথা দিয়েছিলাম যে ১২ ঘণ্টার ভেতরে আমাদের যে কোরবানির বর্জ্য অপসারণ করে ফেলব। ১২টার পর থেকে আমাদের বর্জ্য সংগ্রহ শুরু হয়ে গেছে।”

ঢাকা উত্তর সিটিতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম

ঢাকায় এ বছর প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে, তাতে ৫০ হাজার টনের মত বর্জ্য তৈরি হবে। সেভাবেই দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন।

এ কাজে যোগ দেন প্রায় ২০ হাজার ২৬৭ পরিচ্ছন্নতাকর্মী, যাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় দিনে কোরবানি করা হলেও সেটির বর্জ্য অপসারণে দুই সিটির প্রস্তুতি রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

মন্তব্য করুন


Link copied