আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

ক্রীড়াঙ্গনের মুসলিম তারকারা ঈদ কাটাচ্ছেন যেভাবে

সোমবার, ৩১ মার্চ ২০২৫, বিকাল ০৫:৫৩

Advertisement

নিউজ ডেস্ক:  আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে গতকাল ও আজ বিশ্বের নানা প্রান্তে ঈদ উদযাপন করা হচ্ছে। বিশেষ এই দিনে পরিবার, স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিজেদের মতো করে উদযাপন করছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের মুসলিম তারকারা। আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গেও ভাগাভাগি করে নিচ্ছেন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে। 

বাংলাদেশ জাতীয় দলের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে। বাবা-স্ত্রী-সন্তানসহ ঈদের বিশেষ মুহূর্ত ভাগাভাগি করেছেন নিজের ফেসবুক পেজে।

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ মা ও ভাইয়ের সঙ্গে ঈদের আনন্দঘন মুহূর্ত উদযাপনের ছবি দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফুটবলে ফেরার অপেক্ষায় আছেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা। এই ছবির সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘আমার সব ভাইবোনকে ঈদ মোবারক।’

ঘিবলি স্টুডিও দিয়ে বানানো ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। পাশাপাশি গতকাল শেষ ইফতারের সময় পরিবারের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি। তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ ঈদ ‍উদযাপন করা প্রত্যেককে ঈদ মোবারক।’

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুই মেয়ে ও ছেলে নিয়ে ঈদ উদযাপন করছেন এই দম্পতি। সেইসঙ্গে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন সাকিবপত্নী।

ড্যাশিং লুকের কিছু ছবি দিয়ে পাকিস্তানি কিংবদন্তি পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালোবাসার মানুষদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। শুভকামনা ও দোয়া।’

মন্তব্য করুন


Link copied