আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

ক্ষমা চাইলো র‌্যাব

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, দুপুর ০৪:৩৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান গুম ও খুনের অভিযোগে র‍্যাবের ক্ষমা চেয়ে বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনসহ এ ধরনের ঘটনাগুলির জন্য তিনি দুঃখিত। তিনি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, র‍্যাব এ ধরনের অপরাধে আর জড়াবে না এবং তিনি এই বিষয়ে নিশ্চয়তা দেন।

র‍্যাব বিলুপ্তির দাবির প্রেক্ষিতে তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটি মেনে নেওয়া হবে। তবে যতদিন তিনি দায়িত্বে আছেন, তিনি নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও জানান, র‍্যাবে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে, এবং হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করছে। র‍্যাব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে, যদিও এখনও তারা প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারেনি।

তিনি জানান, ৫ আগস্টের পর ১৬ র‍্যাব সদস্যকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক পাচার এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত র‍্যাবের ৫৮ কর্মকর্তা এবং ৪,২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠার পর থেকে তারা ১৪,৫০০ আসামি গ্রেফতার করেছে এবং ২০,০০০ অস্ত্র উদ্ধার করেছে।

মন্তব্য করুন


Link copied