আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

শনিবার, ১৯ জুলাই ২০২৫, রাত ১১:১৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে চিকিৎসা শেষে বের হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) রাত ৯টার পরে তিনি হাসপাতাল থেকে বের হন।

এ সময় জামায়াত আমির বলেন, ‘জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। যারা অসুস্থতার জন্য উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাকে দিয়ে দেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ’

‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবিতে’ আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। কয়েক মিনিট বক্তব্য দেওয়ার পর হঠাৎ করে তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতারা তাকে ধরে ওঠান। এরপর তিনি আবারো দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। তবে বক্তব্য দেওয়া অবস্থায় আবারো তিনি অসুস্থ হয়ে পড়ে যান।

পরে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান, ‘গরমের কারণে ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা নাই। চিকিৎসকরা তার তত্ত্বাবধান করছেন।

মন্তব্য করুন


Link copied