আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

চূড়ান্ত হলো বিপিএলের সাত দল

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, দুপুর ০২:৩৪

Advertisement Advertisement

অনলাইন ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসর। তার আগে ১৪ অক্টোবর হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্লেয়ার্স ড্রাফট। ইতোমধ্যে বিপিএলের সাতটি দল চূড়ান্ত হয়ে গেছে। পুরানো চারটি দলের সঙ্গে তিনটি নতুন দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও দলগুলোর নাম জানা গেছে।পুরানো চার দল রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল ছাড়াও নতুন তিন দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে নতুন তিনটি দলের মধ্যে চট্টগ্রাম দ্বিতীয় আসরে অংশ নিয়েছিলো। বাকি দুটি দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে। চট্টগ্রাম পুরানো নাম চট্টগ্রাম কিংস নামেই বিপিএলে ফিরছে।

অন্যদিকে ঢাকার নাম বদলে হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর দীর্ঘদিন পর বিপিএলে রাজশাহী ফিরেছে নতুন নামে। ভ্যালেন্টাইন গ্রুপ এই দলটির মালিকানা কিনে নিয়েছে। রাজশাহী এবার খেলবে দুর্বার রাজশাহী নামে। অন্যদিকে ঢাকার মালিকানা নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের চ্যাম্পিয়ন্স স্পোর্টস লিমিটেড।

বিপিএলর সাতটি দল: ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস।

উত্তর বাংলা/ স.ম 

মন্তব্য করুন


Link copied