আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

ছারপোকার জ্বালায় অতিষ্ঠ, কান্নাকাটি করে চলে আসেন মুনমুন

রবিবার, ৩ আগস্ট ২০২৫, রাত ০৯:৪১

Advertisement

নিউজ ডেস্ক: মুনমুন সেন এক দিকে যেমন অভিনেত্রী তেমনই আবার তার আরও একটি পরিচয় আছে। তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে। এককালে সুন্দরী নায়িকা বললেই তার নাম থাকত তালিকায় সবার ওপরে। যেহেতু তার মা টালিউডের অন্যতম সেরা অভিনেত্রী। তাই সবাই ধরেই নিয়েছিল অভিনয় ক্ষমতা তার মধ্যে জন্মগত। তবে শুধু অভিনয় নয়. নায়িকা যে দারুণ ছবি আঁকতে পারেন সেই কথা অনেকেরই জানা নেই। বেশ অনেকগুলো বছর আগে পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঞ্চালিত ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী অতিথি হিসাবে।

অনুষ্ঠানে এসে নিজের পরিবার, মা-বাবা, ঠাকুরদা, তার ছোটবেলার কথা গল্প করেছিলেন। সেখানেই উঠে আসে নায়িকার ছবি আঁকার শখের কথা। এমনকি মেয়ে রাইমা সেন এবং রিয়া সেনকে তাদের ছবির জন্য অনেক সময় শাড়িও বেছে দিয়েছেন মুনমুন। ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই জানেন যে অভিনেত্রীর একটা সৃজনশীল সত্তা রয়েছে। মুনমুন জানিয়েছিলেন, ছোটবেলায় পরিতোষ সেনে কাছে আঁকা শেখার কথা ছিল। কিন্তু কালেচক্রে সেটি হয়নি। তবে ছোটবেলা থেকেই আঁকার প্রতি ঝোঁক থাকার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল আর এক বিখ্যাত অঙ্কনশিল্পীর কাছে।

মুনমুন বলেন, আমি ছোটবেলায় যামিনী রায়ের কাছে আঁকা শিখেছি। কিন্তু খুব বেশি দিন শিখতে পারিনি। কারণ ওখানে আমায় খুব ছারপোকা কামড়াতো যেখানে বসতাম। তাই কান্নাকাটি করে চলে এসেছিলাম। তারপর আর যাওয়া হয়নি।

মা-বাবার একটিই মেয়ে হিসাবে অনেকটা আদুরেও ছিলেন অভিনেত্রী। তাই বড় হয়ে ওঠাও আর পাঁচ সাধারণের চেয়ে একটু অন্যরকম। বেশ অনেকগুলো সিনেমায় নায়িকা হিসাবে দেখা গিয়েছিল তাকে। পরে অবশ্য দুই মেয়েকে বড় করে তুলতেই অনেকটা সময় কেটে যায় তার। মুনমুনের দুই মেয়ে রাইমা এবং রিয়া দুজনেই কলকাতা এবং মুম্বাই দুই জায়গায় জনপ্রিয় মুখ।

মন্তব্য করুন


Link copied