কুড়িগ্রাম প্রতিনিধি: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবহিনীর সদস্য শান্ত মন্ডলের দাফন কুড়িগ্রামের রাজারহাটের ছাটমাধাই গ্রামে তার পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে স্থানীয় দিনোবাজার ঈদড়গাহ মাঠে শান্ত মন্ডলের শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় শান্ত মন্ডলের আত্মীয়-স্বজনসহ হাজার জনতা তাঁর লাশ এক নজর দেখতে ভিড় করেন।
সেখানে হাজার হাজার মুসল্লি অংশগ্রহন করেন। পরে নিহত শান্ত মন্ডলকে সেনাবাহিনীর গার্ড অব অনার দেয়া হয়। শান্ত মন্ডলকে হারানোর পর থেকে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। শান্ত মন্ডলের লাশ রোববার(২১ডিসেম্বর) বিজিবির হেলিকপ্টার( এমআই-১৭) করে দুপুর ২টা ২০মিনিটে উলিপুর হেলিপ্যাড মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে এ্যাম্বলেসে করে তার লাশ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন মেজর ইনজামাম, কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার এসএম রাফসান আহমেদ, মেজর(অব:) আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কোয়কোবাদ, জামায়াতের অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ও থানার অফিসার ইনচার্জ আ. ওয়াদুদ, প্রমূখ।
শান্ত মন্ডল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার সৈনিক পরিবারে বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মন্ডল। এছাড়াও তার বড় ভাই সোহাগ মন্ডল তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত মন্ডলের স্ত্রী দিলরুবা খাতুন বৃষ্টি ৫মাসের অন্ত;সত্বা। তিনি স্বামী হারার খবর পেয়ে বার বার মুচ্ছা যাচ্ছে।
শান্ত মন্ডল ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। তিনি সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে সৈনিক পদে ছিলেন। গত ৭ নভেম্বর তিনি শান্তিরক্ষী মিশনে সুদানে যান। শান্তর বড় ভাই সোহাগ মন্ডল বলেন, মারা যাওয়ার আগে শনিবার সন্ধ্যায় শান্ত ভিডিও কলে বাড়ির সবার সঙ্গে কথা বলেছে। রাত সাড়ে ১০টার দিকে খবর পাই ওদের ক্যাম্পে হামলা হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি নিজ পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন।