আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

জিএম কাদেরকে ‘বিরোধীদলীয় নেতা’ নির্বাচন জাপার!

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪, বিকাল ০৬:১৩

Advertisement Advertisement

ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছে দলটি। এছাড়া ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

গত ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনা আবারও সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হন। তবে বিরোধীদলীয় নেতা কে হবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিত। বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, সেটি আইন বা জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই।

জাতীয় পার্টি এবারও বিরোধী দলে থাকতে চায়। কিন্তু দলটি এবার আসন পেয়েছে মাত্র ১১টি। তার চেয়ে বেশি আসনে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। ফলে সংসদে বিরোধীদল কে হচ্ছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এমন ধোঁয়াশার মধ্যে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হলো। যদিও স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারও সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

একাদশ সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত দুটি সংসদের মতো দ্বাদশ সংসদেও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন


Link copied