আর্কাইভ  বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫ ● ২৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
ছয়টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

ডাকসু নির্বাচন ২০২৫
ছয়টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

ডাকসু নির্বাচন
ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

৯ হলের ফল ঘোষণা : সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

৯ হলের ফল ঘোষণা : সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

জগন্নাথ হলে বিপুল ভোট পেলেন আবিদ, তলানিতে ছাত্রশিবির

জগন্নাথ হলে বিপুল ভোট পেলেন আবিদ, তলানিতে ছাত্রশিবির

ডাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর হুঁশিয়ারি

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৮:০৭

Advertisement

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এ ভোট গণনা ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

আবিদুল ইসলাম খান বলেন, “এখন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা সুস্থ ও স্বাভাবিক গণতান্ত্রিক ক্যাম্পাস চাই। তবে যদি ভোট গণনা ম্যানিপুলেটের মাধ্যমে নির্বাচনের ফল ব্যাহত করার চেষ্টা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তা প্রতিরোধ করবে।”

তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ডাকসু নির্বাচন কাভার করতে গিয়ে একজন সাংবাদিক ভাই মৃত্যুবরণ করেছেন। আমি গভীর শোক প্রকাশ করছি। সকল প্রতিকূলতা উপেক্ষা করেও তারা দায়িত্ব পালন করে গেছেন।”

আবিদুল ইসলাম অভিযোগ করেন, ভোট চলাকালে তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। তিনি বলেন, “আমাদের ওপর সাইবার আক্রমণ চালানো হয়েছে। সকাল থেকে অভিযোগ তোলা হয়েছে, আমি নাকি আচরণবিধি ভঙ্গ করে কেন্দ্রে প্রবেশ করেছি। এ ধরনের ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার ভাষায়, “যে কোনো কেন্দ্রে গেলেই আমাদের বারবার আটকে রাখা হয়েছে, সময় নষ্ট করা হয়েছে। রোকেয়া হল ও অমর একুশে হলে ব্যালটপেপারে আগে থেকেই কিছু প্রার্থীর পক্ষে ভোট দেওয়া ছিল। এ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।”

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে আবিদুল ইসলাম বলেন, “একদিকে কারচুপি করছেন, আবার উল্টো দায় চাপানোর চেষ্টা করছেন। অমর একুশে হলে একজন নির্বাচন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা বহিরাগতদের উপস্থিতি দেখেছি। কিন্তু আমাদের পোলিং এজেন্টদের নিরাপত্তা দিতে গিয়ে প্রশাসন ব্যর্থ হয়েছে। বরং জামায়াত-শিবিরের বহিরাগতদের ঢুকতে দেওয়া হয়েছে।”

মন্তব্য করুন


Link copied