আর্কাইভ  শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫ ● ৭ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননায় মামলা

শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, রাত ০৮:৩৯

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক ; মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ ডেনমার্কে প্রথমবারের মতো ২ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। খবর এএফপির।

শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা গত জুনে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআনের অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। যেখানে তারা এ কাজটি করেছিলেন, সেখানে বিশ্বের নানা দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন ছিলেন। অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ডে তাদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে।

প্রসিকিউটর লিসে-লোটে নিলাস এক বিবৃতিতে বলেছেন, প্রকাশ্যে ধর্মীয় গ্রন্থ অবমাননা এবং তা ফেসবুকে সরাসরি সম্প্রচার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পায়। এর ফলে মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

এরপর ২০২৩ সালের ৭ ডিসেম্বর একটি আইন প্রণয়ন করে ডেনমার্ক। তা কয়েকদিনের মধ্যেই কার্যকর হয়। সে আইন অনুযায়ী, সেখানে কোনো ধর্মগ্রন্থ পোড়ানো, ছেঁড়া অথবা তা কোনোভাবে অবমাননা করা নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের জরিমানা অথবা দুই বছরের জেল হওয়ার ঝুঁকি আছে।

ডেনমার্কের পত্রিকা পলিটিকেন-এর মতে, ২২ জানুয়ারি পর্যন্ত পুলিশ এই আইন লঙ্ঘনের আটটি ঘটনা তদন্ত করেছে।

মন্তব্য করুন


Link copied