আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

দিনাজপুরে ইজিবাইক থেকে পড়ে নারী নিহত: অক্ষত কোলের সন্তান

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, বিকাল ০৫:০২

Advertisement Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রোজিনা খাতুন  নামে এক নারী নিহত  হয়েছে। এ ঘটনায় তার কোলে থাকা এক বছরের সন্তানটি অক্ষত রয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ে এ দূর্ঘটনা  ঘটে। নিহত রোজিনা খাতুন  (২৫) দিনাজপুরের বিরল উপজেলার শংকরপুর গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতর পরিবার সূত্রের বরাত দিয়ে পুলিশ  জানায়,  বিরল থেকে রোজিনা খাতুন তার সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ের কাছে এসে ইজিবাইকটি ইউটার্ন নেওয়ার সময় রোজিনা খাতুন ইজবাইক থেকে  শিশুসহ ছিটকে রাস্তার ওপরে পড়েন। এ সময় পেছনে থাকা একটি ট্রাক রোজিনা খাতুনের মাথার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে তার কোলে থাকা এক বছরের সন্তানটি অক্ষত রয়েছে।

এ ঘটনায় চালক ও ঘাতক ট্রাককে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চালক ও ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে।
এ ব্যাপারের আইনী ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলছে।

মন্তব্য করুন


Link copied