শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় তারিকুজ্জামান চৌধুরী ((৩০)নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর উপজেলার পৌর শহরের জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিকুজ্জামান চৌধুরী উপজেলার দিওর ইউনিয়নের কোচগ্রাম গ্রামের তাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, তারিকুজ্জামান চৌধুরী রাতে বিরামপুর পাইলট মাঠে নাইট টুর্নামেন্ট ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বিরামপুর জনতা ব্যাংকের সামনে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার মাথার ওপর চেপে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করা রয়েছে। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা একটি মামলা হয়েছে।