আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

দিনাজপুরে,আম বোঝাই ট্রাক-বাসের মুখোমুখি সংষর্ষে নিহত-৫ : আহত-২৫

শুক্রবার, ৫ জুলাই ২০২৪, সকাল ০৮:৫৯

Advertisement Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে আম বোঝাই ট্রাক ও নাবিল পরিবহণের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ২৫ জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।

আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, সকালে শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সঙ্গে বিপরীতমুখী আম বোঝাই অপর একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩)এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও বাসের (অজ্ঞাত) হেলপার নিহত হন।

পরে আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশু ও আরও দুই জন মারা যান। দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন


Link copied