আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

দু'দিনব্যাপী বৈশাখ আয়োজন, নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে: ফারুকী

সোমবার, ২৪ মার্চ ২০২৫, রাত ০৯:৫৯

Advertisement

নিউজ ডেস্ক: এবার দু'দিনব্যাপী বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপন করা হবে জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শোভাযাত্রা নিয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ কাজ শুরু করে দিয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না উল্লেখ করে তিনি বলেছেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে নববর্ষ সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। গতকাল রোববারের মিটিং শেষে এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছি। সেটিকে “মিসকোট” করে প্রচার করা হয়েছে। 

তিনি আরও বলেন, এবারে শোভাযাত্রায় কী কী থাকবে, কীভাবে আয়োজন করা হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে। এবারে শোভাযাত্রার স্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই আয়োজনে এবার বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অংশ নেবে।  

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহার ইসলাম চঞ্চল বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকের সভায় প্রতিপাদ্য চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে কিছু কমিটি এবং উপকমিটি গঠনেরও কাজ চলছে।

তিনি আরও বলেন, এ সংক্রান্ত একটি উপকমিটির আহ্বায়ক অধ্যাপক সায়মা হক বিদিশা। শোভাযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন। এ ছাড়া আরও কিছু কমিটি গঠনও প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন


Link copied