আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

দেশ সামলায় ঘরও সামলায়!

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৬:৫৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক;  উপদেষ্টা নাহিদ ইসলাম ও উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভাইরাল হয়েছে যেখানে তাদের রুটি বানাতে দেখা যাচ্ছে। যদিও ছবিতে ওই দুই ব্যক্তি আসিফ ও নাহিদ কিনা তা এখনো নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। 
তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা হাস্যরসাত্নক ভাবেই নিচ্ছে ছবিটিকে। 
একজন ছবিটি পোস্ট করে লিখেছে, দেশ সামলায় ঘরও সামলায়! আরেক ব্যক্তি লিখেছে, আরে তারা তো দেখছি সব দিক দিয়েই সেরা।অলরাউন্ডার ভাই অলরাউন্ডার!
একজন এক পোস্টে কমেন্ট করেছে, যে রাধে সে চুল ও বাধে এটা প্রমাণ করল তারা।

উল্লেখ্য, তারা দুজনই বাংলাদেশী আন্দোলনকর্মী, ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে অন্যদিকে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন


Link copied