পরিবারের সদস্যরা জানান, রাতে পরিবারের লোকজন ভাস্কর বাগচিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুঁজি শুরু করেন। পরে নিজ বাড়ির সিঁড়ির রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাস্কর বাগচি গলায় গামছা বা রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা না অন্য কিছু। পাশাপাশি আত্মহত্যার পেছনের কারণও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।